আবদুল্লাহ তামিম: সিরিয়ার কানিতারা প্রদেশের বায়াস শহরের আবাসিক এলাকায় সন্ত্রাসীরা বেশ কয়েকটি মর্টার নিক্ষেপ করায় শহরের বাসা-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ একজন নিহত ও দুই জন আহত হয়েছে।
ইদানিং ইহুদিমদদপুষ্ট একদল সন্ত্রাসীগোষ্ঠি মুসলিম নিধনে তৎপর হয়ে ওঠছে বলে সংবাদ দিয়েছে বার্তাসংস্থা ইকনা। ইকনার বরাতে জানা যায়, বায়াস এবং তার আশেপাশের এলাকার ক্ষতি করার জন্য সন্ত্রাসীরা ১৯শে মে এই হামলা চালিয়েছে বলে জানা যায়।
এই হামলার জবাবে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা সনাক্ত করে পাল্টা হামলা চালিয়েছে। এছাড়াও ১৮ই মে হাজর গ্রামের দক্ষিণে আল-নুসরার সন্ত্রাসীদের পুতে রাখা এক মাইন বিস্ফোরণের ফলে এক জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।
সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেশির ভাগই আল-নুসরা ফ্রন্টের সাথে যুক্ত। এসকল সন্ত্রাসীরা ইহুদিবাদী ইসরায়েলের নিকট থেকে পূর্ণ সাহায্য পায় এবং প্রায়ই কানিতারা প্রদেশের বাসিন্দাদের উপর মর্টার হামলা চালায়।
আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন