মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

অনুমোদন বাতিল হওয়ার পরও দুধ বিক্রি করছিল আফতাব গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: অনুমোদিত দুধ বাজারজাত করার অপরাধে আফতাব গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। নিবন্ধন বাতিল হওয়ার পরও পাস্তুরিত দুধ বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নিবন্ধন বাতিলের পরও বিএসটিআইয়ের লোগো অনুমতি ছাড়া ব্যবহার করছিল আফতাব। আইন অনুযায়ী এর শাস্তি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড।

ম্যাজিস্ট্রেট জানান, বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমানের হওয়ায় ২০১৭ সালের অক্টোবরে আফতাব মিল্কের নিবন্ধন বাতিল করা হয়। তারপরও নিবন্ধন ছাড়া এই দুধ বাজারজাত করছিল তারা।

“এছাড়া এখানে দুধ প্রক্রিয়াজাত পরিবেশ অপরিচ্ছন্ন দেখা যায়। মাছ ও মাংসের সাথে এসব দুধ প্রক্রিয়াজাত করা হচ্ছিল।”

মঙ্গলবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় আফতাবের বিক্রয় কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের হাকিম পলাশ কুমার বসু এই জরিমানা করেন। প্যাকেটজাত বেশ কিছু দুধ ধ্বংসও করে দেওয়া হয়।

পরে ম্যাজিস্ট্রেট পলাশ বসু সাংবাদিকদের বলেন, বিএসটিআই অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৪ ও ১৯ ধারা লঙ্ঘন করেছে আফতাব মিল্ক।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, আফতাবের দুধ বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায়, সেগুলো নিম্নমানের এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল।

তবে বিএসটিআই যে দুধের নিবন্ধন বাতিল করেছে, তা জানা ছিল না বলে দাবি করেছেন আফতাব মিল্কের বিপণন কর্মকর্তা বাকিউজ্জামান।

‘এতোগুলো পুরুষ-চক্ষুর সামনে তিনি ভীষণ নার্ভাস ফিল করছিলেন’
এমপি বদির বিরুদ্ধে অভিযোগ আছে; তথ্য প্রমাণ নেই!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ