আওয়ার ইসলাম: আমিরাতের মন্ত্রিপরিষদ কৃতি ছাত্র, বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্যে ১০ বছরের আবাসিক ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। এ ভিসা সুবিধা নিয়ে আমিরাতে যে কেউ ১’শ ভাগ বিনিয়োগের সুযোগ নিতে পারবেন।
এ প্রসঙ্গে শেক মোহাম্মদ বিন রাশিদ বলেছেন, আমিরাতের খোলামেলা পরিবেশ, সহিষ্ণু মূল্যবোধ, অবকাঠামো ও উদার আইন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যতিক্রমী প্রতিভাকে আকর্ষণ করবে। মানুষের স্বপ্নকে প্রতিষ্ঠান এক অনাবিল আবাসভূমি হিসেবে আমিরাত তাদের কাছে বিবেচিত হবে।
একই সঙ্গে দুবাইয়ের শাসক আমিরাতে বিনিয়োগকারীদের ছেলেমেয়ের জন্যে গ্রাজুয়েট পর্যন্ত পড়াশুনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাতারের সরকারি বার্তা সংস্থা ওয়াম বলছে, দেশটির জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এধরনের ভিসা সুবিধা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে আমিরাতে কোনো প্রতিষ্ঠানের বিদেশি মালিকানার ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে। দেশটির সরকারের তরফ থেকে আমিরাতকে ‘গ্লোবাল ইনকিউবেটর ’ হিসেবে পরিচয় দেয়া হয়েছে।
সূত্র: আল আরাবিয়া