আওয়ার ইসলাম: যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন ৫০ লাখ কর্ম ঘণ্টা নষ্ট এবং বছরে ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাম্প্রতিক এক গবেষণায় এ বলা হয়েছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকায় যানজটের কারণে বছরে ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়।
যা আমাদের যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ বা ৯ শতাংশের বেশি। প্রতিবেদনে এআরআইর পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলছেন, ‘রাজধানীর যানজট যদি ৬০ শতাংশও কমানো যায় তাহলে বছরে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।’
শনিবার বুয়েটে এআরআই ও রোড সেফটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণার এ ফল প্রকাশ করা হয়।
এ সময় অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঢাকায় যানজটের কারণে পিক আওয়ারে গণপরিবহনের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারে নেমে এসেছে, যা পায়ে হাঁটার গড় গতির সমান।’
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোড সেফটি ফাউন্ডেশনের সভাপতি এ আই মাহবুব উদ্দিন আহমেদ।
আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার