আওয়ার ইসলাম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের তীব্র যানজট সরাতে এমপি নিজেই লাঠি হাতে রাস্তায় নেমে পড়লেন। ভূমিকা রাখলেন ট্রাফিকের।
রোববার (২০ মে) দীর্ঘ যানজটের সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে এমন ভূমিকায় দেখা যায়।
সচরাচর এমন ঘটনা ঘটেনা বলে বিষয়টি আলোচনায় এসেছে।
রোববার তীব্র যানজটের কবল থেকে সোনারগাঁওবাসীকে একটু স্বস্তি দিতে মহাসড়কে নেমে পড়েন লিয়াকত হোসেন খোকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-টোলপ্লাজা, কুমিল্লার দাউদকান্দি গোমুতী সেতুর উপর দিয়ে চলাচল সকল যানবাহন থেমে থেমে যানজট দূর্ভোগে পড়েছিল । এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।
রোববারও মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সকালেও একই অবস্থা দেখা গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গেল বছরে ৩০ জুন নারায়ণগঞ্জে সড়কের যানজট দূর করতে ট্রাফিকের ভূমিকায় দেখা গিয়েছিল এ এমপিকে।
‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’
-আরআর