মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে ইতিকাফ করবেন ইব্রাহিম আফ্রিকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফ্রিকার পীরে কামেল আল্লামা ইব্রাহিম আফ্রিকি আজ দুইটার বিমানে রমজান মাসের ইতিকাফের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে এসেছেন।

শায়খ যাকারিয়া রহ. ও দেওবন্দের পীরে কামেল আল্লামা মাহমুদ গাঙ্গুহী রহ. এর খলিফা আল্লামা ইব্রাহিম আফ্রিকি আজকের দুইটার বিমানে আফ্রিকা থেকে জামিয়া সুবহানিয়া উত্তরা তুরাগ থানা সংলগ্ন মাদরাসা মসজিদে রমজানের মাসের ইতিকাফের উদ্দেশ্যে বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানায় মেরাদিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি নুরুল আলম।

আল্লামা আফ্রিকি গত বছর সাইনবোর্ড মাদরাসায় রমজানে ইতিকাফ করেন। সেখানে দেশ বিদেশের প্রায় ৫হাজার আলেম উলামা অংশ নেন। এ বছর জামিয়া সুবহানিয়ায় ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। ইতিকাফে অংশ নিবেন আল্লামা আফ্রিকির খলিফা ও মুরিদগণ।

বাংলাদেশে তার প্রায় ৩৫জন খলিফা রয়েছে। উল্লেখযোগ্য খলিফা বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা নুর হুসাইন কাসেমি। গহরঠাঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান হক্কানি, সাইবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিক আহমদ, কুমিল্লার খানকায়ে মাহমূদিয়ার পীর মাওলানা মোস্তফা মাহমূদী, উত্তরা আসিয়ান সিটির পীর মাওলানা মামুনুর রহমান, নারায়ণগঞ্জের পীর মাওলানা জাকির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান।

জামিয়া সুবহানিয়ায় ইতিকাফ চলাকালে প্রতিদিন বেলা ১১টা থেকে আম বয়ান ও তারাবির পর খাস বয়ান অনুষ্ঠিত হবে।

এবার ইব্রাহিম আফ্রিকি সাহেবের সঙ্গে ভারত থেকে প্রায় দেড়শতাধিক আলেম উলামা বাংলাদেশে ইতিকাফ করতে এসেছন বলে জানান মুফতি নুরুল আলম। তারাও অবস্থান করবেন জামিয়া সুবহানিয়া মাদরসায়।

এ ইতিকাফে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় আলেগণ জামিয়া সুবহানিয়ায় আসবেন।

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ