ওমর ফাইয়ায: ফ্রান্সের রাজধানী প্যরিসের উপকণ্ঠে অবস্থিত বড় একটি রেস্তোরাঁ লাফোনিতে আরব, মুসলমান ও হিজাব পরিহিতা নারীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ফ্রান্সের প্রশাসনকে উদ্বিগ্ন করেছে এবং তারা বিচার বিভাগকে ঘটনাটি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।
বাযফিদ ওয়েবসাইট ওই রেস্তোরাঁয় কয়েক বছর ধরে কর্মরত চার জন ব্যক্তির সূত্রে খবরটি দিয়েছে। ওই চার কর্মচারি জানায়, রেস্তোরাঁ কতৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে, হিজাব পরিহিতা নারীদের যেনো রেস্তোরাঁয় ঢুকতে দেয়া না হয়। তাদেরকে যেনো বলে দেয়া হয় রেস্তোরাঁর সব আসন আগেই বুকড হয়ে গেছে।
রেস্তোরাঁটি একইভাবে আগত এমন সব গ্রাহকদেরও ফিরিয়ে দেয় যাদের পোশাক আশাক বা নাম দেখে বোঝা যায় তিনি আরব বা মুসলমান। বিশেষভাবে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশ থেকে আগত পর্যটক হলে তাকে কোনোভাবেই রেস্তোরাঁর সেবা গ্রহণ করতে দেয়া হয় না।
অভিযোগটি যাচাই করার জন্য বাযফিদ ওয়েবসাইটের অনুসন্ধ্যানি সাংবাদিক ডেভিড বেইরুতান রেস্তোরাঁয় যোগাযোগ করেন নিজেকে কাতার থেকে আগত আহমদ নামের একজন পর্যটক পরিচয় দিয়ে নিজের জন্য একটি টেবিল বুকিংয়ের আবেদন করেন । তখন তার আবেদন ফিরিয়ে দেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর ফ্রান্সের নাগরিক পরিচয় দিয়ে টেবিল বুকিংয়ের আবেদন করতেই তার আবেদন গ্রহণ করা হয়।
আওয়ার ইসলামকে দারুল উলুম দেওবন্দের চিঠি
‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’