আওয়ার ইসলাম: শনিবার ১৯ মে দুপুরে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতানের ঘটনা প্রমাণিত হলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আইন কারো উর্ধ্বে নয়। পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদ যেই হোক না কেন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেই।
তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
আসাদুজ্জামান খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটাই কথা বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে।
এইচজে