মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রমজানে গাজা সীমান্ত খোলা রাখবে মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: রমজান মাস উপলক্ষ্যে মিশরের সাথে থাকা গাজা ভূখন্ডের রাফাহ ক্রসিং পয়েন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিসি বলেন, রাফাহ খোলা রাখার উদ্দেশ্য গাজার মানুষদের কষ্ট লাঘব নিশ্চিত করা।

অন্যদিকে ফিলিস্তীন সীমান্তও রাফাহ ক্রসিং পয়েন্ট কর্তৃপক্ষ গাজা ভূখন্ডের দক্ষিণের রাফাহ ক্রসিং পয়েন্টের উভয় দিক রমজান মাসব্যাপী খোলা থাকার ঘোষণা দিয়েছে।

গাজা ভূখণ্ডে বসবাসকারী দুই মিলিয়নের বেশি মানুষের বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে মিসরের এই স্থলসীমান্তকে বিবেচনা করা হয়। গত ১২ বছর হতে গাজার ওপর ইসরাইলের কঠোর অবরোধের কারণে গাজার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে।

মিসর সরকার ২০১৩ সাল হতে নিরাপত্তা অজুহাতে রাফাহ ক্রসিং প্রায় বন্ধ করে রাখে। কখনো কখনো মানবিক সফরের জন্য খুলে দেয়।

গাজা সীমান্তে প্রতিবাদকারীদের বিরুদ্ধে ইসরাইলের দমন নিপীড়ন বৃদ্ধি পাওয়ার সাথে গাজার অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে, গাজার হাসপাতালের ওষুধসহ আবশ্যকীয় চিকিৎসা সরঞ্জামের জন্য দেশের বাহিরে যাওয়া জরুরি হয়ে ওঠে।

গত সোমবার দখলদার সেনাবাহিনী গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালায় যাতে ৬২ জন শহীদ হয় এবং আরো ৩১৮৮ জন আহত হয়।

উল্লেখ্য প্রতিবাদকারীরা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের জন্য প্রতিবাদ করছিল এবং নাকবার ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে প্রতিবাদ করছিল।

আলজাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ