আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
হামলাকারী সন্দেহে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিমিত্রি পাগোরতিস নামের ওই শিক্ষার্থী শটগান ও রিভলবার দিয়ে গুলিবর্ষণ করেন। বাবার লাইসেন্স করা এসব আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি হামলা চালিয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্কুলে ধারাবাহিকভাবে গুলিবর্ষণে রক্তপাতের তালিকায় সর্বশেষ যুক্ত হল সান্তা ফে হাই স্কুল। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ শিক্ষক-শিক্ষার্থী নিহত হন, যার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়।
শুক্রবারের এই ঘটনায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে টেক্সাসের গভর্নর ক্রেগ অ্যাবোট জানিয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেস জানিয়েছেন।
আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.