আবদুল্লাহ তামিম: নাজিব রাজাককে আমি যে কারাগারে ছিলাম সেখানেই যেতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সদ্য কারামুক্ত প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিম।
দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর ব্যপারে তিনি এ মন্তব্য করে আরো বলেন, আমার প্রত্যাশা, শত শত কোটি ডলার দুর্নীতির মামলায় খুব শিগগিরই কারাগারে যাবেন নাজিব।
বৃহস্পতিবার (১৭ মে) এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বুধবার কারাগার থেকে মুক্তির একদিন পরই এ সাক্ষাৎকার দেন আনোয়ার।
২০১৫ সাল থেকে কারারুদ্ধ ছিলেন তিনি। সমকামিতা ও দুর্নীতির অভিযোগে নাজিবই তাকে কারাগারে পাঠিয়েছিলেন।
শিগগিরই আবার রাজনীতিতে ফিরে আসবেন জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাকে কয়েকটা মাস সময় দিন। এমপি হিসেবে আমি ফিরে আসছি। এখন এটাই প্রথম কাজ।’
ওয়ানএমডিবি নামের তহবিলের কয়েকশ’ কোটি ডলার পকেটে ঢোকান বলে অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। এ নিয়ে কঠোর আইনি লড়াইয়ের মুখে রয়েছেন তিনি।
সাক্ষাৎকারে আনোয়ার বলেন, দুইদিন আগে আমি যেখানে (কারাগারে) ছিলাম শিগগিরই সেখানে যাবেন নাজিব। আমার দৃঢ় বিশ্বাস নাজিব দুর্নীতির মামলায় অভিযুক্ত হবেন। তাকে কারাগোরে যেতে হবে। সূত্র: এএফপি
আরো পড়ুন- রমজানে গাজা সীমান্ত খোলা রাখবে মিশর