আওয়ার ইসলাম: রেলপথ মন্ত্রণালয় এডিবির অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২৯৭ কোটি টাকায় ১০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহে কোরিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।
বৃহস্পতিবার রেলভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শাসসুজ্জামান এবং কোরিয়ার হুন্দাই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন এই চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী ২৪ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে হুন্দাই। এ জন্য তাদের দিতে হবে ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। এডিবির অর্থায়ন থেকে এই অর্থ পরিশোধ করা হবে।
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সঙ্কটে ভুগছে। বহরের অধিকাংশ ইঞ্জিনের মেয়াদ পার হয়ে গেছে। কাজেই আমাদের জন্য এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।
সরবরাহের কাজ পাওয়া প্রতিষ্ঠানের প্রতিানিধিকে যথাসম্ভব স্বল্প সময়ে লোকোমোটিভের একটি চালান সরবরাহের অনুরোধ জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে ২৭০টি কোচ রেলবহরে চলছে। এছাড়া ২৫০টি কোচ নির্মাণাধীন অবস্থায় আছে। আরও ১৫০টি কোচ দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কেনার প্রক্রিয়া অব্যাহত আছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার