আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা দুজন নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে এই ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয়া র্যাব-৭ এর কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল কলোনিতে গিয়েছিল র্যাব।
সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল।
স্থানীয়রা জানায়, এই এলাকায় মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত। ঘটনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে ওই এলাকায়।
অারো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদারা