মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি করপোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে গরুর মাংসের দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকায় অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- ধানমন্ডি কাঁঠালবাগান এলাকার বকরের মাংস দোকান, শামসুরের মাংস দোকান, বকরের মাংস দোকান-২, সোহানের মাংস দোকান, জিন্নাহর মাংস দোকান, হিরুর মাংস দোকান ও একটি সুপার সপ। এছাড়া হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকার তাহেরের মাংস দোকান এবং মায়ের দোয়া মাংস দোকান।

এসব ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাতিরপুলে লাভস্টার কিং রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “সিটি করপোরেশন রমজান উপলক্ষে গরুর মাংসের দাম ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রথম দিনই অনেক বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে ৩০-৫০ টাকা বেশি নিচ্ছে। তাই বেশকিছু মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আর যারা নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করছে তাদের অভিনন্দন জানানো হয়।”

রমজানে গরুর গোশত ৪৫০ টাকা কেজি নির্ধারণ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ