আবদুল্লাহ তামিম: আজ (১৬ মে) বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা না গেলেও ভারতের কিছু এলাকাতে চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে ভারতের চাঁদ দেখা কমিটি আগামী কাল থেকে রোজা রাখার ঘোষণা দিয়েছে।
হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নতুন দিল্লিতে সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের জাতীয় চাঁদ দেখা কমিটির সেক্রেটারি মুইজ্জুদ্দিন আহমদ।
বুধবার সন্ধ্যায় নয়া দিল্লির চাঁদ দেখা কমিটির সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে আগামী কাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আজ বুধবার থেকে তারাবির নামাজ আদায় করতে আহ্বান জানান।