এম কে নুরুদ্দীন: ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুরে আল-মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫০০ গরিব-দুস্থের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ মে ২০১৮ (মঙ্গলবার) সকালে স্থানীয় আয়েশা সিদ্দিকা রা. বালক-বালিকা মাদরাসা মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আল-মাহমুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মঈন উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা মো. শফি, ইঞ্জিনিয়ার শামসুল আলম, আবদুল জব্বার, মাওলানা ইয়াহিয়া, ডা. জাফর, এমরান হায়দার।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা হাসান, সাধারণ সম্পাদক মাওলানা জানে আলম, মাওলানা জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা লোকমান, মাওলানা ইমাম শরীফ, সাহিত্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসান উল্লাহ, মাও আব্দুল হাকিম, মাওলানা ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা মাহমুদুল হক সংক্ষিপ্ত নসিহতে বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান বার মাসের মধ্যে সর্বোত্তম মাস এ মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এ মাসে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করেন এবং এ মাসে অন্যান্য মাসের তুলনায় এবাদাতের ফজিলত অনেক বেশি।
আপনারা এ মাসে ইবাদাত বন্দেগী বেশি বেশি করবেন এবং যারা আপনাদের এ ইফতারি বণ্টনের আর্থিক শারিরিক ও মানসিকভাবে সহযোগিতা করছে তাদের জন্য ও দোয়া করবেন।
পরিশেষে মুনাজাত পরিচালনা করে অতিথিবৃন্দদের নিয়ে দুস্থদের হাতে ইফতার সামগ্রী বুট, চিড়া, সেমাই, পিয়াজ ও তেল তুলে দেন।
প্রত্যেকে নিজ নিজ এলাকায় সেবা ও দীনী কাজ করতে পারলেই দেশ পরিবর্তন হয়ে যাবে: মাওলানা মাহমুদুল হক
-আরআর