মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

চট্টগ্রামে কথিত পীরের নাম করে ব্ল্যাকমেইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবিব: দীর্ঘ রাত হঠাৎ আপনার মোবাইল ফোনে বেজে উঠবে একটি কল! রিসিভ করবেন তখনই একজন উচ্চস্বরে সালাম দিয়ে উঠবেন কল করা সেই ব্যক্তি।

এরপর আপনাকে একেক করে অবান্তর প্রশ্ন করে যাবেন কথিত পীর নামের সেই ব্যক্তির পরিচয় যদি আপনি যানতে চান তাহলে তিনি আপনাকে উত্তরে বলবে কোনো এক মাজারের পীর।

এরপর বিভিন্ন কথা বলে আপনার মন ভুলিয়ে নিবে। কিছুক্ষণ পর আপনাকে একটি বিকাশ নম্বর পাঠাবে আর সেই নম্বরে আপনাকে মোটা অংকের টাকা দিতে বলবে!

টাকা দিতে অস্বীকার করলেই আপনাকে সে অভিশাপ আরো অশালীন ভাষা'য় কথা বলবে।

এমন একটি চক্রের সন্ধান মিলেছে চট্টগ্রাম নগরীতে। নগরীর বায়েজিদ থানার বাসিন্দা উম্মে হাবীবা নামের এক তরুণী আওয়ার ইসলামকে জানান, বিভিন্ন সময় মধ্যরাতে কল করে সেই কথিত পীর এক সময় অশালীন ভাষা'য় বলে তাকে অভিশাপ দেয় এবং তার সামনে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। এর পর একটি বিকাশ নম্বরে নগদ দশ হাজার টাকা পাঠানোর আদেশ দেন। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে তারা তদন্ত করার আশস্ত করেন বলে জানান ওই তরুণী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা আওয়ার ইসলামকে বলেন, এই ধরনের কয়েকটি চক্রের অনুসন্ধান পাওয়া গেছে, আমরা শিগগির তাদের গেপ্তারের প্রচেষ্টা করছি।

পীর বা উস্তাদের সামনে হাঁটবেন না পেছনে; ইসলাম কী বলে?

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ