আবদুল্লাহ তামিম: ইস্ট লন্ডন মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে, তারাবিহের নামাজ পড়ানোর জন্য বিশ্বের খ্যাতনামা হাফিজগণকে আমন্ত্রণ জানানো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজগণ।
মাসজুড়ে মুসল্লীদের জন্য থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, ইফতারী, ই’তেকাফের সুব্যবস্থা, ঈদুল ফেতরের জামাত ও ফিতরা ব্যবস্থাপনাসহ নানা আয়োজন। ইস্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ
ইস্ট লন্ডন মসজিদে রমজানকে শেষ ১০ দিন ই’তেকাফ করার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। যেহেতু প্রতি বছর ১০০ জনের বেশি জায়গা সংকুলান সম্ভব হয়না, তাই লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ইস্ট লন্ডন মসজিদের রিসেপশনে ই’তেকাফ আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আগ্রহীদেরকে আগামী ১৯ মে’র মধ্যে তা পুরণ করে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী ২৫ মে তারাবিহ নামাজের পর লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেয়া হবে।
এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসেন ইস্ট লন্ডন মসজিদের ঈদ জামাতে। প্রতি বছরের মতো এবারো ৫টি ঈদ জামাতের ব্যবস্থা থাকবে। জামাতগুলো হচ্ছেঃ প্রথম জামাত- ৭:৩০ মিনিট, দ্বিতীয় জামাত- ৮:৩০ মিনিট, তৃতীয় জামাত- ৯:৩০ মিনিট, চতুর্থ জামাত- ১০:৩০ মিনিট ও পঞ্চম জামাত- ১১:৩০ মিনিট।
আরো পড়ুন- কর্মীদের মসজিদ উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী