শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে বাংলাদেশের আরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: মালদ্বীপে গত ১১মে থেকে অনুষ্টিত হতে যাওয়া আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে অবস্থান করে নিয়েছেন বাংলাদেশের কিশোর ক্বারী আরিফ আল জাইন।

মালদ্বীপ এর রাজধানী মালেতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে "Al Nur Mobin International Holy Quran Competition " নামের ওই দেশের একটি সংস্থা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন পাকিস্তান,মালয়েশিয়া,সুদান, ইয়েমেন,মালদ্বীপ এর ক্বারীগণ।

৮৫টি দেশের প্রতিযোগিদের অংশগ্রহণে আজ শেষ হয় সেমিফাইনাল রাউন্ড। এতে ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়েছে ১০টি দেশ। তন্মধ্যে ৫নম্বরে আছে বাংলাদেশের আরিফ। অন্যান্য দেশগুলোর মধ্যে আছে তুরস্ক, মিসর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, সোদান, মালদ্বীপ, সৌদি আরব। আগামিকাল ফাইনাল রাউন্ড অনুষ্টিত হবে বলে প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছেন প্রতিযোগি ক্বারী আরিফ।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার প্রতিযোগিদের মধ্যে বাংলাদেশের আরিফই কেবল কিশোর বয়সের। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে আয়োজক ও বিচারকদেরও।

সব কিছু ঠিকঠাক থাকলে আবারো বিশ্বের বুকে বাংলাদেশের গৌরবের নাম লেখাবেন আরিফ।
এ জন্য তিনি দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।

উল্লেখ্যঃ আরিফের গ্রামের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে। পিতা আলহাজ্ব আবুল কাসেম এর দুই সন্তানের মধ্যে সে দ্বীতিয়।

প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছে ফটিকছড়ি'র দক্ষিন রাঙ্গামাটিয়া তালিমু ইসলাম মাদরাসায়। হিফজ সমাপ্ত করে চট্টগ্রাম খুলশিস্থ সেগুনবাগান তালিমুল কুরআন মাদরাসায় সেখান থেকে হিফজ শেষ করে বর্তমানে রিবাতুল মিল্লাত হিফজ মাদরাসা ফেনী শাখায় অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে।
বেশ ক'বছর ধরে দেশের নানান প্রান্তে অনুষ্টেয় ক্বেরাত মাহফিলে মনকাড়া ক্বেরাত পরিবেশন করে কুরআন প্রেমি জনতার মন জয় করে নিয়েছে আরিফ।

দেশের বাইরেও দু'টি আন্তর্জাতিক ক্বেরাত মাহফিলে অংশগ্রহণ করেছে। তাছাড়া এই পর্যন্ত ৭টি আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৬টি উল্লেখযোগ্য স্থানে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ