আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গতকারের ইস্যুতে ওআইসি এক জরুরি বৈঠক ডেকেছে শুক্রবার। ইস্তাম্বুলে সে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এই টেলিফোন করে তিনি ওআইসির বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানান।
জানা যায়, টেলিফোনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।
তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ১৮ মে প্যালেস্টাইনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ।
মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন।
ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি সভা শুক্রবার