ওমর ফাইয়ায: গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছে মিশর ও জর্দান।
জর্দান সরকারের মুখপাত্র মুহাম্মাদ আল মুমানি ফিলিস্তিনিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরাইলের অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা করে বলেন, এটা অপরাধমূলক কর্মকাণ্ড।
অন্যদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলি দখলদার বাহিনী কতৃক ফিলিস্তিনের নিরস্ত্র জনগণকে লক্ষ্যবস্তু বানানোর নিন্দা জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে শুধু মিশর ও জর্দানেরই ইসলাইলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মিশর ১৯৭৯ সনে এবং জর্দান ১৯৯৪ সনে ইসরাইলের সাথে শান্তি চুক্তি করে।
উল্লেখ্য, সোমবার মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে স্থানান্তরের ঘটনায় হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করে। এতে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ জন নিহত ও ২০০০ জন আহত হয়েছেন।
আল জাজিরা থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ
-আরআর