মুজাহিদুল ইসলাম: ইসরাইলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে পারমানবিক চুক্তির কথা উল্লেখ করতে গিয়ে ইসরায়েলের সঙ্গে সৌদির কথাও উল্লেখ করেন।
নেতানিয়াহু বলেন, সৌদি-ইসরাইল ও এ অঞ্চলের অপরাপর রাষ্ট্র ইরানের সাথে করা পারমানবিক চুক্তির বিপর্যয়কর ফলাফল প্রতক্ষ্য করেছে।
নেতানিয়াহু মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে এসে এ অঞ্চল এবং পুরা বিশ্বের জন্য বড় ধরনের কল্যাণকর কাজ করেছেন।
অধিকৃত জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষ্যে মার্কিন প্রতিনিধিদের অভ্যর্থনার সময় তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু আরও বলেন, ইউরোপীয় অঞ্চলের রাজধানীতে যারা আছেন, তাদের প্রতি সন্মান রেখেই বলছি, আমরা মধ্যপ্রাচ্যে যারা আছি তারা ইরানের সাথে করা পারমানবিক চুক্তির বিপর্যয়কর ফলাফল প্রত্যক্ষ করেছি।
তিনি বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আমরা বুঝতে পারি তিনি কোনো মন্দ চুক্তি হতেই বেরিয়ে আসছেন আর এভাবে তিনি যুক্তরাষ্ট্র এবং পুরা বিশ্বের জন্য বড় ধরনের কল্যাণকর কাজ করেছেন।
আলজাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ
-আরআর
৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর