আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেছেন, সুদ সব ধরনের মন্দ কাজের মা-বাবা। জনগণ চাইলে সুদের বিরুদ্ধে লড়াইয়ে নামবো।
তিনি বলেন, অভিশাপ থেকে জনগণকে মুক্ত করাই আমার লক্ষ্য। সুদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অবশ্যই জয়লাভ করব। এ জন্য সুদের নিম্ন হার নির্ধারণের জন্য দেশটির ব্যাংক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এরদোগান এই মন্তব্য করেন।
বৈঠকে এরদোগান ও ব্যবসায়ীরা লিরাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হন। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৃহস্পতিবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
৪ দলীয় জোটের চ্যালেঞ্জের মুখে এরদোগান!
-আরআর