মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে ‘ফিকহ অব যাকাত’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ফিন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির উদ্যোগে রাজধানীর বিজয়নগরস্থ সুংফুড গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি ফিকহ অব যাকাত কর্মশালা।

এতে ব্যাংকার, আইনজীবী, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নানা পেশার পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

১১ মে সকাল নয়টায় শুরু হওয়া ওয়ার্কশপটি মোট দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনে আলোচনা “যাকাতের গুরুত্ব, যাকাত যোগ্য সম্পদ, যাকাতের হিসাবায়ন” ইত্যাদি শিরোনামে আলোচনা হয়েছে।

জুমার নামাজ ও লাঞ্চ বিরতির পর “যাকাত আদায়ের পদ্ধতি ও যাকাত আদায়ের খাত” ইত্যাদি শিরোনামে আলোচনা হয়।

পুরো ওয়ার্কশপটি কন্ডাক্ট করেছে আইএফএসির ফাউন্ডার ডিরেক্টর মুফতী আব্দুল্লাহ মাসুম।দুটি সেশনে অংশগ্রহণকারীদের থেকে দুটি এস্যাইনমেন্ট নেয়া হয়। প্রথম এ্যাসাইনমেন্টটি ছিল যাকাতের হিসাবায়নের উপর। আর দ্বিতীয়টি ছিল গ্রুপ এ্যাসাইনমেন্ট।

এতে বিভিন্ন গ্রুপ থেকে যাকাত ম্যানেজমেন্ট বিষয়ক আইডিয়া নেয়া হয়। বিশেষভাব দুঃস্থ আত্মীয় স্বজন ও সামাজিক বিভিন্ন অবহেলিত দিকের কথা এতে উঠে আসে। এবং যাকাত ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতিও আলোচিত হয়।

ওয়ার্কশপ বিষয়ে আইএফএসির কো ফাউন্ডার মুফতী ইউসুফ সুলতান (পিএইচডি গবেষক, ইনসিফ, মালেশিয়া) বলেন, মালেশিয়া যাকাতকে আয়কর থেকে রিডাক্ট করা হয়। বাংলাদেশে সীমিত পরিসরে এমন কিছু সুযোগ থাকলেও এ বিষয়টি অনেকাংশেই অবহেলিত। এবিষয়ে সচেতনতা তৈরি করা আবশ্যক।

প্রথম সেশনে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। শরীয়াহ এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন, মুফতী আব্দুল্লাহ মাসুম, মুফতী ইমদাদুল্লাহ, মুফতী জুবায়ের আবদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা মিরাজ রহমান, মাওলানা আব্দুল মাজিদ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইএফএসির ট্রেইনার আবু সাঈদ যোবায়েরের।

যাকাত সম্পর্কে যে বিষয়গুলো জানা জরুরি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ