আওয়ার ইসলাম: রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রেখে সহনীয় পর্যায়ে লাভ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে করণীয় বিষয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আপনারা সঠিকভাবে পণ্য সরবরাহ করবেন। ব্যবসা করেন যেহেতু লাভও করবেন, কিন্তু সহনীয় পর্যায়ে। আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ।
চিনি এবং পেঁয়াজ ছাড়া সব পণ্যের দাম স্বাভাবিক আছে দাবি করে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম যেভাবে বেড়েছিল তার চেয়ে অনেক সহনীয় পর্যায়ে আছে। পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। কারণ চাহিদার তুলনায় আমাদের উৎপাদন অনেক কম।
রোজার শুরুতে একসাথে পুরো মাসের বাজার না করে ধাপে ধাপে পণ্য কিনতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তোফায়েল আহমেদ বলেন, দাম বাড়ার আরেকটা কারণ হলো, সবাই রোজা শুরুর আগেই ১৫ দিনের বাজার করে ফেলে।এজন্য প্রথমদিকেই একটি প্রভাব পড়ে। ১৫ দিন পরে আবার বিক্রেতারাই তাড়াহুড়ো করে কিভাবে বিক্রি করা যায়।
এইচজে