মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক ভেঙ্গে চুরির চেষ্টা, বস্তাভর্তি টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার দিবাগত রাত ২টায় পাগলা মসজিদের মালখানার গ্রীল কেটে সেখানে হানা দেয় এক মুখোশধারী চোর

দান সিন্দুকের দু’টি তালা কেটে সিন্দুকের সব টাকা বস্তায় ভরে সে। কিন্তু চুরি করা বস্তাভর্তি টাকা নিয়ে পালাতে পারেনি চোর।

বস্তাভর্তি টাকা রেখেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় চোর। রোববার সকালে বস্তাভর্তি সেই টাকা কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর তত্ত্বাবধানে গণনা করা হয়। গণণা করে সেখানে আট লাখ ৪ হাজার ৯৮১টাকা পাওয়া যায়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, শনিবার দিবাগত রাত পৌনে ২টায় মুখোশ পরা এক চোর কিশোরগঞ্জের পাগলা মসজিদের একটি সিন্দুকের দুইটি তালা কেটে ফেলে সিন্দুকে জমা পড়া টাকা ও স্বর্নালঙ্কার একটি বড় ব্যাগে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ সময় মসজিদের দুইজন নৈশ্ প্রহরী তাকে ধাওয়া করে। চোর একজন প্রহরীকে লোহার শিক দিয়ে আঘাত করে জখম করে। আরেকজন নৈশ প্রহরী চোরকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে চোর টাকার ব্যাগ, লোহার শিক, কার্টার এগুলো নদীতে ফেলে পালিয়ে যায়।

রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ ছাড়াও মসজিদ সংশ্লিষ্টরা টাকা গণনার কাজ করেন। গণনা করে সেখানে আট লাখ ৪ হাজার ৯৮১টাকা পাওয়া যায়। এগুলো রুপালী ব্যাংকে জমা করা হয়।

টাকা গণনার সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই ইমরান হাসান জানান, ঘটনার সময়েরর সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেছজে চোরকে দেখা গেছে। এখন তার পরিচয় সনাক্ত করে তাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, পাগলা মসজিদের চারটি দানসিন্দুক রয়েছে। সেসব দানসিন্দুকে প্রতি মাসে প্রায় লাখ টাকা জমা পড়ে।

গত ৩১শে মার্চ সর্বশেষ পাগলা মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়। তখন ৮৪লক্ষ ৯২ হাজার টাকা পাওয়া যায়। এর মাত্র দেড় মাসের মাথায় দুর্ধর্ষ এই চুরির চেষ্টার ঘটনাটি ঘটলো।

আরো পড়ুন- ২৬ জুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ