আওয়ার ইসলাম: আজ রোববার বিকাল ৫টার মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।
রোবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভও করে শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
তারা বলছেন, শিগগিরই কোটার সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে। সেই সাথে কোটা আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের যে কোন ধরনের হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
কোটা পদ্ধতি নিয়ে কী ভাবছে ইসলামি ছাত্র সংগঠনগুলো?
-আরআর