প্রশ্ন: আজকাল ছোট বড় প্রায় সব হোটেলেই কর্মচারীদেরকে বখশিশ হিসেবে যে টাকা দেয়া হয় তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
উত্তর: যদি এ টাকা না দিলেও তারা গ্রাহকের প্রাপ্য সার্ভিসে কোনো ত্রুটি না করে এবং ক্রেতা তার খরিদকৃত পণ্য বা সেবা ঠিকভাবে পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকা ঘুষের অন্তর্ভুক্ত হবে না।
পক্ষান্তরে যদি এ টাকা না দিলে হোটেল কর্মচারীরা সার্ভিসে ক্রুটি করে তাহলে তাদের জন্য তা ঘুষের অন্তর্ভুক্ত হবে। অন্য দিকে এ বখশিশের মাধ্যমে ক্রেতা যদি খরিদকৃত পণ্যের অতিরিক্ত গ্রহণের সুযােগ নেয়, সেটাও ঘুষ বলে গণ্য হবে।
সূত্র: রদুল মুহতার: ৫/৩৬২, আল-মাউসুয়াতুল ফিকহিয়্যা: ২২/২২০
সৌজন্য : নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা