আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর বেড়িবাঁধের গোলান চটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন, শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। অপর নিহত আনুমানিক ৮ বছর বয়সী মেয়ে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, কোনাবাড়ী পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল।
অপরদিকে বেড়িবাঁধ থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিল লেগুনাটি। চটবাড়ি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরো পড়ুন- হস্তলিখিত বিশ্বের সর্ববৃহৎ পাণ্ডুলিপি তৈরি হচ্ছে মিশরে