আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার নগর ভবনে মেয়র সভাকক্ষে বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানো হবে না। দাম বাড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র বলেন, দ্রব্যের মজুদ থাকা সত্বেও এক শ্রেণির ব্যবসায়ীরা রমজান মাসে দ্রব্যের মূল্য বাড়ায়। আসন্ন রমজানে এসব করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় সভায় অংশগ্রহনকারী ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন রমজানে সোয়াবিন তেলসহ কোন প্রকার ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাবে না। এছাড়া ডাল, ছোলা, সুজি, আটা ময়দা সব কিছু পর্যাপ্ত মজুদ রয়েছে।
সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পণ্য মজুদ আছে। কোন প্রকার পণ্যের দাম বাড়বে না। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি। মেয়র সাঈদ খোকন বলেন, ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা ও সূজির দাম বর্তমানে বাজারে যেমন আছে, ঠিক তেমন থাকবে। মজুদও পর্যাপ্ত। তাই খুচরা বাজারে কেউ দাম বাড়ালে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এইচজে