আবদুল্লাহ তামিম: চাকরিতে কোটা সংস্কার নিয়ে সরকার এমন সিদ্ধান্ত নেবে, যেন উভয়পক্ষ খুশি হয়। আন্দোলনকারীরাও খুশি হবে, কোটাধারীরাও বিরক্ত হবে না। বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে বললেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী কোটা বিষয়ে একখা বলেন।
তিনি আরো বলেন, চাকরিতে কোটার বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। বিষয়টি তিনি জানেন, শুনেছেন। প্রথমে ছাত্ররা বলেছে, কোটা থাকবে না। পরে আবার বলছে, কোটা বাদ যাবে না, সংস্কার করতে হবে। ওরাই নানান ধরনের কথা বলছিলো।
সংস্কারের বিষয়টা প্রধানমন্ত্রী জানতো না বলে তিনি বলেন, পরে প্রধানমন্ত্রীকে কোটা সংস্কারের বিষয়টি জানানো হয়।
বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে। সমাধা হবে এ সমস্যার। এর পরই আমার মনে হয়, উভয় পক্ষ খুশি থাকবেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে।
পরিকল্পনামন্ত্রী আরো জানান, মঙ্গলবারের একনেক সভায় কোটা আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি।
আরো পড়ুন- লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল