মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মাকে খুন করে ছেলের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার দৌলতখান উপজেলায় মাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় ছেলে মো. করিম (২৫)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরখলিয়া ইউনিয়নের মির্ধারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

করিম ওই গ্রামের মৃত আবদুল কুদ্দুস মৌলভীর ছেলে। সে বুকল বেগমের একমাত্র ছেলে। পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন জানান, আব্দুল কুদ্দুস মৌলভী একজন শিক্ষক ছিলেন। তিনি চার বছর আগে মারা যান। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। করিম ও তার মা একই ঘরে থাকতেন। সম্প্রতি করিম বাড়ি বিক্রি করে দেয়ার জন্য মাকে প্রস্তাব দেয়। কিন্তু মা রাজি হচ্ছিলেন না।

সন্ধ্যায় ওই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মা বকুল বেগমকে ছুরি দিয়ে গলা কেটে করে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

করিম বিবাহিত হলেও ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। এদিকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। হঠাৎ ওই বাড়ি ছেড়ে করিম চরফ্যাশনে সপরিবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলেও স্থানীয়রা জানান।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, গলাকাটা অবস্থায় বকুল বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার ছেলে করিমের বুকেও জখম রয়েছে। তাকে দ্রুত ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ