মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরগুনা সদর হাসপাতালের টয়লেট থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে টয়লেট পরিষ্কার করছিলেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হাসিনা বেগম। একপর্যায়ে হাসপাতালের নিচ তলায় টয়লেট পরিষ্কার করার সময় মহিলা টয়লেটের মেঝেতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কে বা কারা সন্তানটিকে এভাবে ফেলে গেছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি মেঝে পরিষ্কার করতে গিয়ে লাশ দেখে চমকে উঠি। তবে কোথা থেকে শিশুটির লাশ এখানে এলো তা বলতে পারছি না। আমি দেখার সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এবিষয়ে বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী শিশুর লাশটি দেখে আমাদের খবর দিলে আমরা তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করি।’ তবে কার কিংবা কীভাবে লাশটি এখানে এলো সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

বরগুনার সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত একটি চিঠির প্রেক্ষিতে আমরা সাধারণ ডায়েরি করে তদন্ত করছি।’

হাসপাতালে খোঁজ খবর নেয়া হচ্ছে, যে বা যারাই এর সাথে জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ