ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বিপরীতে এস আর শপিং সেন্টারের দোকান বিক্রয় মেলা ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৯ এপ্রিল রোববার বেলা ১২টায় নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।
এ সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
সুপার প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং পরিচালক এ. কে এম শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুল, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো.জাকির, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহা আলম, ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, গড়দুয়ারার সরোয়ার মোর্শেদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আলী আজম, সুপার প্রপার্টিজের পরিচালক আবুল কালাম।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মেজবানের আয়োজন করেন কর্তৃপক্ষ।
সুপার প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, হাটহাজারীতে পাঞ্জাবী ও থান কাপড়ের একমাত্র মার্কেট হিসেবে এস আর শপিং সেন্টারটি নির্মিত হচ্ছে।
এ ছাড়া মার্কেটটিতে রেডিমেড গার্মেন্টস, কিডস শপ, শাড়ির শো-রুম, বুটিকস হাউজ, জেনটস শো রুম ও লেদার শপও থাকবে।
২০১৯ সালের মধ্যেই মার্কেটটি নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে মার্কেটের ৬০ভাগ দোকান অগ্রিম বুকিং শেষ হয়েছে। বাকি দোকানগুলো আকর্ষণীয় মূল্যে বরাদ্ধ চলছে।
‘রমজানে নিজ নিজ এলাকায় নমাজ ও কুরআন শিক্ষা চালু করুন’
-আরআর