মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘সমাজসেবায় আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন রোল মডেল হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

সমাজসেবা ইসলাম ধর্মের অন্যতম অনুসঙ্গ। গবিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নবীজির শিক্ষা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যার্তদের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মতো সেবামূলক কর্মকাণ্ডে আলেমদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।

শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী মাদরাসার খানকায়ে মাদানীতে অনুষ্ঠিত আল্লামা আহমদ শফী ফাউন্ডেশনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মুফতি জসীমুদ্দীন এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মুহাম্মাদ আহসান উল্লাহ ও মাওলানা ইবরাহীম খলিল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনময় সভায় বক্তারা আরো বলেন, গরিব শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মাসিক ও বাৎসরিক আর্থিক অনুদান প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন। ইতোমধ্যে বিভিন্ন মাদরাসার তথ্য নেয়া হয়েছে।

মতবিনময় সভায় বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার্থিদের বৃত্তিব্যবস্থা, গরিব অসুস্থ রোগীকে নগদ অর্থ প্রদান, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন।

বক্তারা আরো বলেন, আমরা বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি। দেশব্যাপি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজসেবায় আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন রোল মডেল হবে ইনশাআল্লাহ!

মতবিনিময় সভায় অারো বক্তব্য রাখেন, মাওলানা ইয়াহিয়া, মাওলানা আহমদ দীদার, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা ইসহাক নুর, মাওলানা আব্দুস সমি, মাওলানা আনাস মাদানী, মুফতি আবদুল আজিজ, হাজী মোজাম্মেল হক, নাছির উদ্দিন মুনির, হাবিবুল্লাহ আজাদী, ইবরাহীম খলিল সিকদার।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

-আওয়ার ইসলামের উদ্যোগে সাংবাদিকতা কোর্সে ভর্তি চলছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ