আওয়ার ইসলাম: বান্দরবানের নাইন্দা ম্রা (৭০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মারমা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জনতা এ ঘটনায় আরেক বৌদ্ধ ভিক্ষুকে আটক করে পুলিশে দিয়েছে। তার নাম সবিদ্যা শ্রমণ (৪৫)।
স্থানীয়রা জানান, শ্রমণ ঘটনার পর পালিয়ে মন্দিরের কিছু দুরের জঙ্গলে আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে মারমা পাড়ার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বলেন, আটক বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রাকে (৭০) হত্যার কথা স্বীকার করেছেন অপর বৌদ্ধ ভিক্ষু সাবিদ্য শ্রমণ।
জানা যায়, একটি ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এর আগে দুপুরের দিকে নিহত বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রা’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
বৃস্পতিবার সকালে বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকায় ওই বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শ্রীলঙ্কায় মসজিদে আবারো বৌদ্ধদের হামলা
-আরআর