আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খাইরুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষক তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
খাইরুল ইসলাম উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
গত রবিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
খাইরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম তার জিডিতে বলেছেন, গত রবিবার বিকালে খাইরুল ইসলাম বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজের পান বরজে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যার দিকে রোজিনা পান বরজে গিয়ে তার স্বামীকে পাননি। তবে সেখানে তিনি তার স্বামীর সাইকেল, কীটনাশক স্প্রে করার মেশিন ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। এরপর তিনি মুঠোফোনে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন বলেন, থানায় জিডি হওয়ার পর তারাও খাইরুল ইসলামকে খুঁজতে শুরু করেছেন। কিন্তু মঙ্গলবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
জাহাজ খেকো মাছ তৈরি করছে তুরস্ক! (ভিডিও)
-আরআর