সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি
সাভারে একসাথে তিনটি সন্তানের জন্ম দিলেন শারিমন আক্তার নামে এক স্কুলশিক্ষিকা। এদের মধ্যে মধ্যে দু’টি মেয়ে ও একটি ছেলে সন্তান।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার মধ্যরাতে ওই নারী গর্ভ থেকে ওই তিন শিশুর জন্ম হয়।
প্রসূতির স্বজনরা জানায়, শনিবার হঠাৎ করে শারিমনের প্রসব ব্যথা শুরু হরু হয়। এসময় তাকে দ্রুত নিয়ে এসে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করলে জন্ম হয় তিন ফুটফুটে সন্তানের।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক এসএসও মো. আরিফ জানান, তিনটি নবজাতকের মধ্যে একটি সুস্থ। ওপর দু’টির কিছুটা অসুস্থ ও তাদের ওজন কম।
প্রসূতি শারিমন আশুলিয়ার দোসাইদ একে স্কুল এ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষিকা। স্বামী মিজানুর রহমান রোস্তমের সঙ্গে তিনি দোসাইদ এলাকার বদরুলের বাড়িতে ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গাড়াকান্দি গ্রামে বলে জানা গেছে।
আবারো চলন্ত বাসে গণধর্ষণের শিকার পোশাককর্মী