আওয়ার ইসলাম: আধ্যাত্মিক রাজধানী সিলেটের প্রাণকেন্দ্র শাহজালাল উপশহরের বি-ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মারকাযুল হিদায়া সিলেট’র কার্যক্রম।
গতকাল শনিবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টা থেকে মাগরিব পর্যন্ত প্রতিষ্ঠানটির ইফতিতাহী মজলিস ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নসীহত পেশ করেন জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ. সিলেট’র শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ওলিউর রহমান, দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়া দরগার সিনিয়র মুহাদ্দিস মুফতি আতাউর রহমান, মাওলানা আতাউল হক জালালাবাদী, আলুতল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আব্দুল কাইয়ুম কামাল, জামিয়াতুল উলুম আশ শরইয়্যাহ সিলেটর পরিচালক মুফতি ইয়াহইয়া।
আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)
মারকাযুল হিদায়া সিলেট’র মহাপরিচালক হাফিজ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানীর সভাপতিত্বে, নির্বাহী পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ ও শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহমান কফিলের সঞ্চালনায় উক্ত ইফতিতাহি মজলিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট পাঁচপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ কাসিমী, জামিয়া আবু হুরায়রা রা. মাদরাসা সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, সিলেট রিপোর্ট সম্পাদক রুহুল আমীন নগরী, হাফিয মাওলানা মুফতি আব্দুল্লাহ, ইবাদ বিন সিদ্দিক, ছড়াকার হাম্মাদ তাহমিম, সাইফ রাহমান, মাওলানা হিলাল আহমদ প্রমুখ।
আরআর