আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের মৃত্যুতে তাকে ফোন করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ফাতিমা আমিন মারা যান।
এ খবর শোনার পর পরই মির্জা ফখরুলকে সমবেদনা জানাতে ওবায়দুল কাদের ফোন করেন বলে জানান আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ফোনে ফখরুলকে ওবায়দুল কাদের বলেন, আমিও কয়েক দিন আগে মাকে হারিয়েছি। মা হারানোর ব্যথা আমি বুঝি। আমি আপনার সমব্যথী। আপনি এই শোক কাটিয়ে উঠুন। আল্লাহর কাছে আপনার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করি।
এ সময় মির্জা ফখরুলের কাছে তার মায়ের দাফনের বিষয়ে জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফখরুল জানান, তার মাকে ঠাকুরগাঁওয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তখন এ বিষয়ে কোনো ধরনের সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে তা জানানোর জন্য বলেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।
এ খবর শোনার পর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমা বেগম ফজিলাতুন্নেসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
কেএল