বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ধর্ষণকারীদের ক্রসফায়ারে দেয়া হোক: ফিরোজ রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ধর্ষণকারীদের ক্রসফায়ারে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ধর্ষণের শাস্তি দেওয়ার দীর্ঘ প্রক্রিয়া ও ধর্ষণের শিকার নির্যাতিত নারীকে বিচার পাওয়ার জন্য নানা হয়রানীর শিকার হওয়ার পাশাপাশি প্রচুর অর্থ খরচ করতে হয়। সে করাণে তাদের ক্রসফায়ারে দেওয়া হোক।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রতিদিনই বাসে ধর্ষণ হবে আর আইনের আশ্রয় নেবেন? এভাবে চলতে পারে না। মানুষ দেখতে চায়- এই মুহূর্তে বিচার হবে কি, হবে না। সম্প্রতি ধামরাইয়ে চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন, তাদের বিচার হবে কি? হবে না।

টাঙ্গাইলে বাসে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার জাকিয়া সুলতানা রূপা সম্পর্কে তিনি বলেন, নিম্ন আদালতে ফাঁসি হয়েছে। উচ্চ আদালতে তারা আইনের আশ্রয় নেবে। সেখানে ল পয়েন্টে আলোচনা হবে। তারপর সর্বোচ্চ আদালত আছে। তারপর মহামান্য রাষ্ট্রপতি আছে। কবে ফাঁসি হবে? কোন জেলে কোন শেষ রাতে ফাঁসি হবে? তার খবর কেউ রাখবে না।

তিনি বলেন, রশু খাঁ যার নেশা ছিল, ধর্ষণ করে হত্যা করা। দুই-তিনটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে। এই ফাঁসিতে কিন্তু গণধর্ষণ থামানো যাবে না। মানুষ চায় তাৎক্ষণিক একটা বিচার।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ