মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বজ্রপাতের আগুনে রূপগঞ্জে পুড়ল ৭০ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ৭০টি বসতঘরসহ পাঁচটি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দিঘীবরাব এলাকার মনির হোসেন বেপারীর টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা ৭০টি রুম বিশিষ্ট একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৭০টি পরিবার থাকে। এছাড়া ওষুধ ও মুদি-মনোহরীর পাঁচটি দোকানঘরও রয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠে। এসময় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাড়ির একপাশের রুমে আগুন লেগে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা বেড়ে উঠে। আগুন প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে শুরু করে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও আদমজি ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ৭০টি বসতঘর, পাঁচটি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মনির হোসেনের দাবি, সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বজলুর রশিদ বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশে ছড়িয়ে আরও বড়ধরনের দুর্ঘটনা ঘটতো বলে মনে করেন তিনি।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ