আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনে একটি মার্কেটে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। আজ সোমবার ভোর ৬টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, ভোর ৬টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সরকার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধাপাকা টিনশেডের পুরো মার্কেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি হোটেল, ইলেকট্রনিকস, ফার্নিচার, ঝুটের গুদামসহ ২৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
কেএল