মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নাজিরহাটে নৌকার ভরাডুবি, বিপুল ভোটে ধানের শীষের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ :  ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এম সিরাজ উদ দৌলা। ফটিকছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন গতকাল রাত নয়টায় ফলাফল ঘোষণা দেন।

তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৫৮২। তার নিকটতম অা'লীগের প্রার্থী মজিবুল হক পেয়েছেন ৪ হাজার ৫৯৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম.হায়াত জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট, মোবাইল প্রতীকের অালী অাজম ছাদেক ৩ হাজার ২৬২, নারকেল গাছ প্রতীকের অানোয়ার পাশা ২ হাজার ৩২৬ ভোট, তরিকত এর ফুলের মালা প্রতীকের শাহজালাল ৭৯৬ ভোট। মোট ভোটারেরর ৬০.০০ শতাংশ ভোট প্রয়োগ করেছেন।

পুলিশ ও বিজিবির নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে সুষ্টুভাবে নির্বাচন অনুষ্টিত হলেও কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি উপজেলা সভাপতি আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীকে মনোনয়ন দিলেও আওয়ামD পরিবারখ্যাত তৈয়ব-বাবু গ্রুপ স্বতন্ত্র প্রার্থী খেজুর গাছ মার্কার আনোয়ার পাশাকে সমর্থন করেন। ফলে উত্থাপ আর বিভেদ প্রকটাকার রুপ নেয় নির্বাচনী কেন্দ্রে।

গতকাল ভোট চালাকালিন দুপুর ১২ টা ৩০ মিনিটে পৌরসভার কুম্বারপাড়া স্কুল কেন্দ্র পরিদর্শনে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মূহুরী আসলে তাকে লাটিসোটা নিয়ে মারতে উদ্যত হয় আনোয়ার পাশা সমর্থক তৈয়ব গ্রুপের যুবলীগ কর্মীরা।

এসময় দায়িত্ব পালন করতে গিয়ে ছবি তোলতে গেলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম ওমর ফারুক আজাদের উপর দশ বারোজনের যুবলীগ কর্মি হামলা করে। এতে কিল ঘুষি ও লাটির আঘাতে তার শরীরের মাথা,পা,মুখ ও বুকে আঘাত হয়।

এছাড়াও এক যুবলীগ কর্মী মোবাইল ছিনিয়ে নিয়ে তার হাতে কামড় দিয়ে রক্তাক্ত করে দেয়।। অন্যদিকে তৈয়ব গ্রুপের যুবলীগ কর্মিদের হাতে ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন এর শারীরিক লাঞ্চনার খবর পাওয়া গেছে।

এ নির্বাচনে সংরক্ষিত আসনের ১ নম্বর ওর্য়াডে ছলিমা আকতার (জবা ফুল), ২ নম্বর ওয়ার্ডে রেজিয়া বেগম (জবা ফুল), ৩ নম্বর ওয়ার্ডে আয়েশা  আকতার (চশমা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আমান উল্লাহ(পাঞ্জাবী), ৩ নম্বরে মুহাম্মদ হারুন(উট পাখি), ৪ নম্বরে মোহাম্মদ মহিন উদ্দীন(ফাইল কেবিনেট), ৫ নম্বরে এস এম আবুল মনছুর(টেবিল ল্যাম্প),৬ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ ইয়াকুব (টেবিল ল্যাম্প), ৭ নম্বরে মো ইসমাইল (ব্ল্যাক বোর্ড), ৮ নম্বরে মো. আলী (বোতল), ৯ নম্বর ওয়ার্ডে মো.সোলেমান (ফাইল কেবিনেট) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : আওয়ার ইসলাম প্রতিনিধির হাত কামড়ে দিল আ’লীগ কর্মী!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ