মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আজ ময়মনসিংহের ঐতিহাসিক বৈদ্যুতিক গম্বুজ মসজিদে জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আজ (শুক্রবার) ময়মনসিংহের চরখরিচা বৈদ্যুতিক গম্বুজ (মদিনা) মসজিদে জুমার নামাজ পড়াবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, জলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নিজ জন্মস্থান ময়মনসিংহের চরখরিচায় মদিনার মসজিদে নববীর আদলে প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গম্বুজ (মদিনা) মসজিদে তিনি জুমাপূর্ব বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন চরখরিচার জামিয়া মাহমুদিয়ার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান।

তিনি জানান, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান গতকাল রাতে ময়মনসিংহে পৌঁছেছেন।  শুক্রবার সকাল থেকে স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান শুক্রবার রাতে ময়মনসিংহের জামিয়া ফারুকীয়ার খতমে বুখারীতে অংশগ্রহণ করবেন। সেখানেও তিনি ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক ও সর্বসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে মাওলানা মাসরুরুল হাসান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ময়মনসিংহ জেলার চরখরিচা গ্রামে বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মদিনা মসজিদের উদ্বোধন করেন আল্লামা মাহমুদুল হাসান।  মসজিদটি মসজিদে নববীর আদলে তৈরি। বিশাল আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২শ কোটি টাকা। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই  আল্লামা মাহমুদুল হাসান মসজিদটির মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের সন্তানের মতো গড়ে তুলুন: শিক্ষকদের প্রতি আল্লামা মাহমূদুল হাসান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ