বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৩ মার্চ রোজ শুক্রবার নবরবি ইসলামি সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জামতলা মোড় সিএনজি স্ট্যাণ্ডে অনুষ্ঠিত হয়েছে কেরাত ও হামদ-নাত মাহফিল।
গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলামের উদ্ভোধনী বক্তব্যে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সভাপতি মাওলানা মাহমূদুল হাসান সালমানী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও পাঁচভাগ ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্জ মাও. রঈস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-১০) ফাহমি গোলন্দাজ বাবেল এমপি।
কবি ওয়ালিউল ইসলাম ও মুহাম্মাদুল্লাহ নাঈমের উপস্থাপনায় পরিবেশিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন নবরবির পরিচালক ইউসুফ বিন মুনিরের নেতৃত্বে নবরবি কেন্দ্রীয়, নেত্রকোণাশাখা ও গফরগাঁও শাখার শিল্পিবৃন্দ। তাদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠে স্বাধীনতা উদযাপনের ব্যাতিক্রমধর্মী এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার মাসে আমাদের নিজস্ব সংস্কৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চারদিক থেকে বিজাতীয় সংস্কৃতি প্রবেশ করায় আমাদের নিজস্ব সংস্কৃতি আজ হুমকির মুখে। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এ আগ্রাসন রোধ করা একান্ত কাম্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারী আবু সালেহ মো. মুসা সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত হাফেজ নাজমুস সাকিবসহ অনেকেই।
এইচজে