মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৩ মার্চ) বিকালে পৌর বাজার হাপানিয়া ভূমি অফিস সংলগ্ন ময়দানে উপজেলা সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়।

সম্মলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল জান্নাত মান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কে এম শরীফুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা সভাপতি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দীন রুবেল, পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও: হেলাল উদ্দীন, সেক্রেটারি মাও: তোফায়েল আহমাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ আহসান উল্লাহ রতন প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গতানুগতিক কোন সংগঠনের নাম নয়। এটি একটি বিপ্লবের নাম। যে বিপ্লব সকল তাগুতের বিরুদ্ধে, যে বিপ্লব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দূরাবস্থার বিরুদ্ধে সর্বদা সোচ্চার।

তারা বলেন, সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সবচেয়ে বড় বাধা দূর্নীতি। সুতরাং দূর্নীতিমুক্ত দেশ গড়তে প্রয়োজন চরিত্রবান ব্যক্তি। সেই চরিত্রবান মানুষ গড়তে ইশা ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাহাবাদের অনুসরণ ইশা ছাত্র আন্দোলন, সাহাবাদের নীতি আর্দশের উপর অটল থেকে ইসলামী আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন এবং প্রত্যেক ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শ্রেনীর মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে।

বিগত সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৮-১৯ সেশনে পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন কমিটি সভাপতি সাকিবুল হাসান, সহ- সভাপতি নূরুল জান্নাত মান্না এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ