হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম
গণমাধ্যমের ভাষ্যমতে, ১৯৯২ রোমানিয়ার রি লিউ নামক ব্যক্তি কোন কারণে তুরস্ক চলে আসে। আর এসময় তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দীর্ঘ ১৫ বছর কোন খোঁজ না পাওয়ায় রোমানিয়ায় অবস্থিত রি লিউর স্ত্রী তার স্বামী মৃত্যুবরণ করেছে বলে ডেথ সার্টিফিকেট গ্রহণ করেন এবং সরকারিভাবে প্রাথমিক অনুসন্ধানের পর লিউকে মৃত ঘোষণা করা হয়।
সাম্প্রতিক লিউকে তুরস্কের নাগরিক নয় বলে রোমানিয়ায় পাঠিয়ে দেয়া হয়। তার ব্যাপারে আদালতের ঘোষণা জানতে পেরে তিনি সরাসরি আদালতে হাজির হয়ে নিজেকে জীবিত ঘোষণার আবেদন জানান। তখন বিচারকসহ সবাই যেন চমকে ওঠেন।
তবে মজার ব্যাপার হলো আদালত তার লিউর আবেদন খারিজ করে দিয়ে পূর্বের আদেশই বহাল রেখেছে। অর্থাৎ সরকারি খাতায় লিউ এখন একজন মৃত ব্যক্তি হিসেবে জীবন যাপন করছেন!
সূত্র: এক্সেপ্রেস নিউজ