মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মুজাম্মিলের খুনীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুরে আটরশী পীর অনুসারীদের এক মাহফিলে ভুল বক্তব্যের প্রতিবাদ করার জেরে ঘটে যাওয়া সংঘর্ষে নিহত ছাত্র মুজাম্মিল মাগফিরাত ও দোষীদের দ্রুত গ্রেফতারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবারের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। হরিপুর, কানাইঘাট, গোয়াইনঘাটসহ সিলেটের সবক’টি এলাকা এবং আশপাশের এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলসহকারে সমবেত হন সমাবেশে।

এ সময় তারা এ ঘটনায় জড়িত খুনিদের অভিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সমবেত বিক্ষুব্ধ মানুষ এই হত্যাকাণ্ড তদন্ত ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে জৈন্তাপুর থানা পুলিশের নীরবতার কঠোর সমালোচনা করা হয়।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে আয়োজিত মহাসমাবেশে সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করে অবিলম্বে এ জনপদ থেকে মাজার পূজারি ও বেদাতিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

গোয়াইনঘাট লাফনাউট মাদরাসার মুহতামিম প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে, মাওলানা বিলাল উদ্দিন ও মাওলানা জিয়াউর রহমান কাউছারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দারুল হাদিস কানাইঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শফিকুল হক, সিলেটের জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুরের ৫নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, সিলেট-৩ আসনের ইসলামী আন্দোলন প্রার্থী এম এ মতিন বাদশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পূর্ব জাফলং আওয়ামী লীগনেতা আব্দুল মালিক, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগনেতা জাকারিয়া মাহমুদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন,

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগনেতা ইনসাদ হোসেন রাজিব, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, জাফলংয়ের বিশিষ্ট সমাজসেবী ফখরুল ইসলাম, মুফতি মুছাব্বির, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা এমএম কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম জালালি, মাওলানা শাহ সমসাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

শাইখুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী বলেন, সিলেটের পবিত্র মাটিতে মুজাম্মিলের মতো ছাত্রকে হত্যা করে ভণ্ডরা এখানকার পবিত্রতা নষ্ট করেছে। প্রশাসনকে উদ্যোগে হয়ে তাদের দ্রুত তাড়াতে হবে এখান থেকে।

তিনি একই বিষয় নিয়ে আগামী ৫ এপ্রিল সিলেট শহরে ডাকা মহসমাবেশ সফল করারও আহ্বান জানান।

হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ বলেন, শহীদ মুজাম্মিল হত্যার ২১ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। এটি বড়ই লজ্জাজনক।

তিনি প্রশাসনকে আহ্বান করে বলেন, দ্রুত খুনীদের গ্রেফতার করুন না হলে এর কারণে কোনো উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

আলেমগণ বলেন, যত হামলা মামলা হোক আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ।

উল্লেখ্য, আটরশী পীরের অনুসারীদের এক মাহফিল চলাকালে ভুল বক্তব্যের কারণে মাহফিলে থাকা হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম প্রতিবাদ করলে তারা তার উপর চড়াও হয়। এ সময় আশেপাশে থাকা আলেমও উপরও হামলা চালায়। এতে নিহত হয় মাদরাসা ছাত্র মুজাম্মিল। আহত হন মাওলানা আবদুস সালামসহ প্রায় অর্ধশত ছাত্র।

জৈন্তাপুরে মুজাম্মিল হত্যা; বিচার নেই, উল্টো দৌড়ের উপর আলেমরা

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ