আওয়ার ইসলাম: ঢাকার মিরপুরে পুড়ে যাওয়া মোল্লা বস্তির অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুভমেন্ট ফর ইনসাফ (এমএফআই)। মিরপুর ১২ নম্বর ইলিয়াছ মোল্লা বস্তিতে গত রবিববার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে যায়।
শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটি সংগঠনটি ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে অর্থ, বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করে।
এ সময় সংগঠনের উপদেষ্টা মনোয়ার শামসী সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোজতবা হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার সরদার, মো: শাদীসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
তারা পুড়ে যাওয়া বস্তি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন।
সংগঠনের উপদেষ্টা মনোয়ার শামসী সাখাওয়াত বলেন, আমি এ পরিস্থিতি দেখে সত্যিই বিধ্বস্ত। এখন পর্যন্ত এখানে উল্লেখযোগ্য সরকারি সাহায্য আসেনি। এ অবস্থায় পরিস্থিতির স্থায়ী ও ইনসাফ সম্মত সমাধান চাই। সরকারও এ পরিস্থিতির দায় এড়াতে পারে না।
সাংগঠনিক সম্পাদক মোজতবা হোসেন বলেন, আগুনে পুড়ে ভিটেহারা মানুষগুলো ঘুরে দাঁড়ানোর ইচ্ছার প্রবলতাই আমাকে স্বতঃ বাংলাদেশীর প্রতিরুপ মনে হয়েছে। তা তাদের ১০/১০ এসএফটি ঘরের ভাড়া ২৫০০ থেকে ৩০০০, যা প্রতি স্কয়ার মিরপুর ডিওএইচএস ভাড়ার ৩ গুন।
এছাড়া, তিনি সংগঠনের ডাকে যারা অর্থনৈতিক ও বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান।
সংগঠনের আহবায়ক আরিফুল ইসলাম দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত না থাকতে পারলেও সবসময় খোঁজ খবর নিচ্ছেন বলে জানান, সংগঠনের প্রচার সম্পাদক মো: সরোয়ার সরদার।
মিরপুরে বস্তিতে আগুনে হাজারো ঘর পুড়ে ছাই